Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঋণ প্রাপ্তি

যুব ঋণ বিতরণ কার্যক্রম :
প্রশিক্ষিত যুবদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত করা হয় যাতে তারা স্বাবলম্বী হতে পারে। আত্মকর্মে নিয়োজিত হওয়ার জন্য প্রকল্প স্থাপনের নিমিত্তে প্রশিক্ষিত যুবদের ঋণ প্রদান করা হয়। এজন্য যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ জেলায় ১৪ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৯৫০ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।অত্র ঋণের বিপরীতে বর্তমানে ক্রমহ্রাসমান হারে (১০%-৬%) ঋণ প্রদান করা হয়। এ তহবিল থেকে যুবদের দু’ধরণের ঋণ সহায়তা প্রদান করা হয়। যথা- ১. একক ঋণ ২. গ্রুপ ভিত্তিক ঋণ। একক ঋণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ট্রেড ভিত্তিক একজন প্রশিক্ষিত যুবক/যুব মহিলাকে ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা ঋণ এবং স্বল্প মেয়াদী ট্রেড ভিত্তিক একজন প্রশিক্ষিত যুবক/যুব মহিলাকে ২৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪০,০০০ টাকা ঋণ প্রদান করা হয়। গ্রুপ ভিত্তিক ঋণের ক্ষেত্রে একজন যুব/যুব মহিলাকে ১ম দফায় ৮,০০০ টাকা এবং সর্বশেষ ৫ম দফায় ১৬,০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। ৫ম দফা পর্যন্ত সফল ঋণ পরিশোধকারী প্রতি গ্রুপ/পরিবারের একজনকে একবার ৩০,০০০ টাকা হতে ৫০,০০০ টাকা পর্যন্ত এন্টারপ্রাইজ ঋণ প্রদান করা হয়। একক ঋণ মাসিক কিস্তিতে এবং গ্রুপভিত্তিক ঋণ সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করতে হয়।
উল্লেখিত ঋণ প্রদানের জন্য জেলা কার্যালয়ে উপ-পরিচালক/সহকারী পরিচারকের সাথে এবং উপজেলা কার্যালয়ে  যুব উন্নয়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।
৩। যুব সংগঠনকে অনুদান সংক্রান্ত :
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ১৯৮৯-৯০ অর্থ বছর থেকে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুদান প্রদান করা হয়।এ পযর্ন্ত ২২ লক্ষ ৫৪ হাজার টাকা বিভিন্ন সংগঠনের মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
৪।যুব সংগঠন তালিকাভূক্তিকরণ সংক্রান্ত :
 দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সংগঠন সহযোগী শক্তি হিসেবে বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম। এরই অংশ হিসেবে ১৯৯৫-৯৬ অর্থ বছর হতে বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক তালিকা ভুক্তিকরণ শুরু হয়।১২টি উপজেলায় ৩৪৪টি যুব সংগঠনকে তালিকাভূক্তি করা হয়েছে।
৫।সার্ক ইয়ুথ এওয়ার্ড সংক্রান্ত :
দক্ষিণ এশীয় অঞ্চলে যুবদের সৃজনশীল ও উৎসাহ ব্যঞ্জক যুব কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১৯৯৭ সালে সার্ক ইয়ুথ এওয়ার্ড স্কীম চালু করা হয়। সে থেকে বাংলাদেশেও উল্লেখযোগ্য সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য যুবদের সার্ক ইয়ুথ এওয়ার্ড প্রদান করা হচ্ছে। ১৯৯৭ এবং ১৯৯৯ সালে ২ জনকে গোষ্ঠী উন্নয়ন কর্মকান্ডে এবং সৃজনশীল আলোকচিত্রে অবদানের জন্য সার্ক ইয়ুথ এওয়ার্ড প্রদান করা হয়েছে।

৬। কমনওয়েলথ যুব পুরস্কার সংক্রান্ত :
যুব/যুব সংগঠকদের যুব উন্নয়ন কর্মকান্ডে অবদান/যুব সংগঠনের মাধ্যমে সমাজ উন্নয়ন কর্মকান্ড, যুব মহিলাদের উন্নয়ন মূলক কর্মকান্ড, যুব সংগঠনের মাধ্যমে প্রকল্প ভিত্তিক কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বনির্ভর কার্যক্রমের জন্য এ পর্যন্ত ১৭ জন বাংলাদেশী যুব/যুব সংগঠনকে কমনওয়েলথ এওয়ার্ড প্রদান করা হয়েছে।
৭।জাতীয় যুব পুরস্কার সংক্রান্ত :
 যুব উন্নয়ন অধিদপ্তর হতে যে সকল যুবক ও যুব মহিলা প্রশিক্ষণ ও ঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন তাদের কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর সর্বমোট ১৬ জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

http://services.portal.gov.bd/site/service_portal/dab5091b-d2bd-4f80-bbc1-50fed51cf347/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8