আলাওল দীঘি :
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত ১১নং ফতেপুর ইউনিয়নের ঐতিহাসিক আলাওল স্মৃতি গণপাঠাগার এখনো ঐতিহাসিক স্বাক্ষী হয়ে আছে। বিভিন্ন সময়ে ঐতিহাসবিদগণ আলাওল দীঘি তথা কবি আলাওল সম্পর্কে ভিন্ন ভিন্ন ধারণা দিলে ও বর্তমানে সরেজমিনে দলিল দস্তাবেজ যাচাই বাচাই সাপেক্ষে মহাকবি আলাওল ও তাঁর স্মৃতি বিজড়িত আলাওল দীঘি, মসজিদ মাদ্রাসা একাডেমী এবং এলাকার নামকরণের মাধ্যমে বাস্তব চিত্র ফুটে ওঠে। মহাকবি আলাওল ১৬০৭ সালে ফতেপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আলাওল দীঘির চতুর্পার্শ্বে পুরনো কবরস্থান এবং মাঝখানে জলবেষ্টিত C.S ও R.S রেকর্ড মতে আলাওল দীঘি মোট ৭টি দাগে বিভক্ত। দীঘির সর্ব দক্ষিণের দাগে R.S রেকর্ডে কবরস্থানে এবং সর্বসাধারণের ব্যবহার্য লিপিবদ্ধ আছে। অবশিষ্ট ৬ দাগে পূর্ব ও পশ্চিমে পাড় মাঝখানে জল লিপি করতঃ মন্তব্য কলামে সর্বসাধারণের ব্যবহার্য লিপিবদ্ধ আছে। তৎপরবর্তীতে B.S চূড়ান্ত রেকর্ডের সময় ভুল কিছু স্বার্থান্বেষী মহলের নামে লিপিবদ্ধ হয়। যার ফলশ্রুতিতে সর্বসাধারণের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস